বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ বলেছেন, বঙ্গবন্ধু এই দেশটাকে সোনার বাংলা গড়ে তোলার জন্য সাড়া জীবন সংগ্রাম করে বাঙলি জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন। কতিপয় কুচক্রি মহলের ষড়যন্ত্রের শিকার হয়ে সপরিবারে জীবন দেয়ার কারণে বঙ্গবন্ধু তার স্বপ্নপূরণ করে যেতে পারেননি। তার সেই স্বপ্নপূরণ করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বরিশাল নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র সাদিক।
জেলা শ্রমিক লীগ সভাপতি মো. শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে উদ্বোধনী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আফজালুল করিম, প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন, মহানগর শ্রমিক লীগের সাধারন সম্পাদক পরিমল চন্দ্র দাশ ও কাওছার হোসেন শিপনসহ অন্যান্যরা। সমাবেশ শেষে শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর একটি র্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এর আগে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়।