শামীম আহমেদ ॥
শারদীয় দূর্গাপূজায় বিজয়া দশমীতে দেশের বিভিন্নস্থানে সাম্প্রদায়িক অপশক্তি কর্তৃক পূজামন্ডপ/মন্দির,বাড়ি-ঘড়ে হামলা ও হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করেছে পূজা উদ্যাপন পরিষদ বরিশাল জেলা ও মহানগর কমিটি।
আজ শনিবার বিকালে নগরীর প্রাণকেন্দ্র সদররোডে এ কর্মসূচি পালিত হয়। বরিশাল মহানগর পূজা উদ্যাপন কমিটির সভাপতি তমাল মালাকারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মানিক মূর্খাজী কুডু,চঞ্চল দাশ পাপ্পা, সুরঞ্জিৎ দত্ত লিটু,প্রচার সম্পাদক গবিন্দ্র সাহা,সঞ্জয় গোপাল সাহা,ইসকন মন্দির সম্পাদকবনিরাব পূব,কমল দাশ শুর্ভ প্রমুখ।
বক্তারা বলেন এই সকল সাম্প্রদায়িক অপশক্তিকে সুষ্ট তদন্দের মাধ্যমে কঠোর শাস্তি আওতায় আনার দাবী জনান।