বরিশাল ব্যুরো ॥
সিন্ডিকেটের দৌরাত্ম ভাঙ্গো,জনজীবন বাঁচাও এই শ্লোগান নিয়ে চাল,ডাল,তেল,পেঁয়াজ,চিনি,এলপিজি গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবী কমানো সহ গ্রাম-শহরে সর্বত্র ওএমএস রেশনিং ব্যবস্থা চালু করার পাশাপাশি দেশব্যাপি সাম্প্রদায়িক সম্পীতি রক্ষা কর,এবং সারাদেশে হিন্দুদের উপর হামলায় জড়িতদের বিচারের দাবীতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা কমিটি।
আজ সোমবার (১৮ই) অক্টোবর সকাল সাড়ে ৯টায় নগরীর প্রাণকেন্দ্র অশ্বিনী কুমার টাউন হল সম্মুখ সদররোডে একর্মসূচি পালন করেন তারা।
বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা সভাপতি অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক শাহ্ আজিজুর রহমান খোন,ইমরান হাবীব রুমন,অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈ,আরিফুর রহমান মিরাজ,কমরেড সাইদুর রহমান,জাফর আহমেদ তালুকদার ও হারুন অর রসিদ প্রমুখ।