বরিশাল:
‘ডিজিটাল সাদাছড়ি, নিরাপদে পথ চলি’ এই স্লোগান নিয়ে বরিশালে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বেলা ১১টায় বরিশাল জেলা প্রশাসন এবং দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি। জাতীয় দৃষ্টি প্রতিবন্ধি সংস্থার বরিশাল জেলা শাখার সভাপতি আইউব আলী হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমান, বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জেলার ২ শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে সাদাছড়ি ও শাড়ি বিতরণ করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি।