বরিশাল অফিস:
সোনালী ব্যাংকের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর আতাউর রহমান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ব্যাংকটির নামকরণ করেছিলেন। বঙ্গবন্ধুর আস্থা অনুযায়ী এই ব্যাংকটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রেখেছে। আমরা সবার শীর্ষে থাকতে চাই। সবার শীর্ষে থাকতে হলে ব্যাংকের সাধারন গ্রাহকদের সেবার মান বৃদ্ধি করতে হবে। সেবার মান বৃদ্ধিতে প্রযুক্তি নির্ভর ব্যাংকিংয়ের বিকল্প নেই। গতকাল রবিবার বেলা ১১টায় নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সোনালী ব্যাংক জেনারেল ম্যানেজারস্ বরিশাল অফিসের উদ্যোগে অনুষ্ঠিত সোনালী ব্যাংকের বিভাগীয় ব্যবসা উন্নয়ন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, করোনাকালীন সময়ে আমাদের ব্যাংকিং কার্যক্রম সচল ছিলো। এই ব্যাংকের মাধ্যমে বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সরকারের সকল কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা করেছি। ইতিমধ্যেই ব্যাংকটি তার নানাবিধ কর্মকান্ডে যথেষ্ট সুনাম অর্জন করেছে।
তিনি বলেন, বরিশাল বিভাগের বিভিন্ন ব্যাবসায়িক সূচকে সোনালী ব্যাংকে দেশের বৃহত্তম বানিজ্যিক ব্যাংক হিসেবে উল্লেখ করে সরকারের উন্নয়নের অংশীদার হিসেবে সোনালী ব্যাংককে বিশেষ অবদানের বিষয় আলোকপাত করেন। সোনালী ব্যাংকের বর্তমান অবস্থা বেশ মজবুত যা ধরে রেখে সরকারের ভিশন ২০২১ ও ২০৪১ রূপকল্পের আলোকে দেশের অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মকান্ডে এবং কর্মসংস্থান ও দারিদ্র বিমোচনে আরো গুনগত ঋণ প্রবাহ বৃদ্ধির মাধ্যমে দেশের উন্নয়নে সোনালী ব্যাংকের ভূমিকা আরো প্রসারিত করার বিষয়ে অবদান রাখতে সকল কর্মকর্তা নির্দেশ দেন। সোনালী ব্যাংকের সার্বিক সাফল্য ধরে রাখতে সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। পাশাপাশি তিনি উত্তম গ্রাহক সেবা নিশ্চিত করার আহ্বান জানান। বিগত সময়ের তুলনায় সোনালী ব্যাংকের বরিশাল অঞ্চলের সাফল্যের জন্য জিএম, এজিএম, ম্যানেজারসহ সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
সোনালী ব্যাংক বরিশাল অফিসের জেনারেল ম্যানেজার এ. কে.এম. সেলিম আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইদ্রিস। উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের বরিশাল কর্পোরেট শাখার এজিএম জাহাঙ্গীর আলম সরদার প্রমুখ।
এসময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল প্রিন্সপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার বাসুদেব দাস, বরিশাল কর্পোরেট শাখার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম সরদার, জিএম অফিস এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. নুরুল হক হাওলাদার প্রমুখ।