বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

চতুর্থ ধাপের ইউপি নির্বাচন হবে ২৬ ডিসেম্বর

চতুর্থ ধাপের ইউপি নির্বাচন হবে ২৬ ডিসেম্বর

এইচএসসি পরীক্ষা থাকায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের ভোটের তারিখ তিন দিন পেছানো হয়েছে।

২৩শে ডিসেম্বরের পরিবর্তে আগামী ২৬শে ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী, দেশের ৮৪০ ইউপির ভোটের কথা ছিল ২৩ ডিসেম্বর। ওই দিন সকালে এইচএসসির ভূগোল দ্বিতীয়পত্র ও মাদ্রাসার আরবি দ্বিতীয়পত্রের পরীক্ষা রয়েছে।

এর আগে গত ১০ই নভেম্বর চতুর্থ ধাপে ৮৪০ ইউপি ভোটের তফসিল ঘোষণা করে কমিশন। এই ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৫শে নভেম্বর ও বাছাই ২৯শে নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ই ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেয়া হবে ৭ই ডিসেম্বর।

চতুর্থ ধাপে ৩৩টি ইউপিতে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। ইতিমধ্যে চার ধাপে ইউপি ভোটের তফসিল ঘোষণা করেছে ইসি। প্রথম ধাপে ৩৬৯টি এবং দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউপিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তৃতীয় ধাপে ১০০৩ ইউপিতে আগামী ২৮ নভেম্বর এবং চতুর্থ ধাপে ৮৪০ ইউপিতে ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে এখনো পঞ্চম ধাপের তফসিল ঘোষণা করা হয়নি।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech