বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বরিশালে যথাযোগ্য মর্যদায় বিজয়ের ৫০ বছর উদযাপিত

বরিশালে যথাযোগ্য মর্যদায় বিজয়ের ৫০ বছর উদযাপিত

বরিশাল প্রতিনিধি:
বরিশালে যথাযোগ্য মর্যদায় বিজয়ের ৫০ বছর উদযাপিত হয়েছে। মুক্তিযুদ্ধ সংশ্লিস্ট বিভিন্ন স্মৃতি ফলকে পুস্পস্তবক অর্পন, বিজয় র‌্যালী, কুঁচকাওয়াজ এবং আলোচনা সভা সহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি পালন করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। বিজয়ের প্রথম প্রহরে বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে নগরীর ওয়াপদা কলোনীর টর্চার সেলের স্মৃতি-৭১ স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় সিটি করপোরেশনের কাউন্সিলররা উপস্থিত ছিলেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার এবং পুলিশ সুপার মো. মারুফ হোসেন সহ অন্যান্যরা। বেলা সাড়ে ১১টায় নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমিতে সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুকের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন সহ নেতাকর্মীরা। সকাল সাড়ে ৯টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর ও জেলা বিএনপি নেতারা। বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডে বিজয় র‌্যালী করে বিএনপি। এছাড়াও সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তর এবং সংগঠনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ সংশ্লিস্ট বিভিন্ন স্মৃতি ফলকে ফুলের শ্রদ্ধা জানানো হয়। এর আগে সকাল ৯টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যাগে বিজয়রে ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে শরীর চর্চা প্রদর্শনী ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ সময় সালাম ও অভিভাবদ গ্রহন করেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল।
এদিকে বরিশাল শেখ হাসিনা সেনা নিবাসে নানা আয়োজনে বিজয় দিবস পালিত হয়েছে। বিকেল ৪টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আয়োজন করা হয় শপথ গ্রহন অনুষ্ঠানের। এছাড়াও দিনভর সরকারী বেসরকারী বিভিন্ন আয়োজনে বিজয়ের ৫০ বছর উদযাপিত হয় বরিশালে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech