বরিশাল বিআইডব্লিউটিএ সংস্কারকৃত হিমনীড় সংলগ্ন ঐতিহ্যবাহী চানবাংলো অতিথি ভবন-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় নগরীর বান্ধ রোডে বরিশাল বিআইডব্লিউটিএ-এর এই অতিথি ভবনটির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন (বিআইডব্লিউটিএ)-এর যুগ্ম সচিব ও সদস্য (প্রকৌশল) ড. এ কে এম মতিউর রহমান।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর মো. নাজমুল হুদা ও বরিশাল নগর পুশিলের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: রাসেল ও অভ্যন্তরীণ নৌ-পরিবহন (বিআইডব্লিউটিএ)-এর নির্বাহী প্রকৌশলী মো. মামুন উর রশিদ।
এসময় প্রধান অতিথি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন (বিআইডব্লিউটিএ)-এর যুগ্ম সচিব ও সদস্য (প্রকৌশল) ড. এ কে এম মতিউর রহমান ঐতিহ্যবাহী চানবাংলো অতিথি ভবনটি পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে সন্তুষ্ট হন। তিনি এই বন্দর যাতে সব সময় সুন্দর থাকে সেজন্য বন্দরের সকলকে অনুরোধ করেন ।
যুগ্ম সচিব ড. এ কে এম মতিউর রহমান বলেন, দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ একটি নদীবন্দর এই বরিশাল। দিন বদলের সময় এসেছে। দৃষ্টিভঙ্গি বদলাতে হবে । নিজেকে জনগনের জায়গায় দাড় করিয়ে দেখতে হবে ।