লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল অসম্ভবকে সম্ভব করেছেন। তিনি কেবল স্বপ্ন দেখান না, তিনি তা বাস্তবায়নও করেন। জনগণের দৌড়গোড়ায় সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধা পৌছে দিতে নিরলসভাবে কাজ করছে আওয়ামীলীগ সরকার।
রোববার দুপুরে ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে লালমোহন থানা পুলিশ আয়োজিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন। এছাড়াও তিনি অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত বীর নিবাসের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। এরআগে লালমোহন বালিকা মাধ্যমিক ও সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন পাঠ্য বই বিতরণ করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ, পৌর আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়াসহ আরও অনেকে।।