বরিশালের বানারীপাড়া উপজেলার রায়েরহাট এলাকায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা লেগে মো. সাগর (৩০) নামে একজন নিহত হয়েছে। এসময় তার চাচি ঝিলিক বেগম গুরুতর আহত হয়। তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাগর বেসরকারী মোবাইল অপারেটর কোম্পানী রবি’র সেলসম্যান ছিলেন। তার বাড়ি ওই উপজেলার কাচাবালিয়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে একটি মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রায়েরহাট ব্রিজের রেলিংয়ে ধাক্কা লাগে। এতে মোটর সাইকেলে থাকা সাগর ও তার চাচি ঝিলিক বেগম গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষনা করেন। আহত ঝিলিক বেগমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে প্রেরন করা হয়েছে। বানারীপাড়ার থানার ওসি হেলাল উদ্দিন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।