বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

জনগণের অধিকার আদায়ে ছাত্রলীগের ভূমিকা অপরিসীম: এমপি শাওন

জনগণের অধিকার আদায়ে ছাত্রলীগের ভূমিকা অপরিসীম: এমপি শাওন

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
জনগণের অধিকার আদায়ে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানের বাংলাদেশ ছাত্রলীগ আরও সুশৃঙ্খল ও সমৃদ্ধশীল।
মঙ্গলবার দুপুরে ভোলার লালমোহনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন ও আনন্দ র‌্যালীতে অংশগ্রহণ করেন এবং পরে ছাত্রলীগের উদ্যোগে বিনামূল্যে রক্তদান কর্মসূচি পরিদর্শন করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক এটিএম মুর্তূজা সজীবের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌর আওয়ামীলীগের আবায়ক শফিকুল ইসলাম বাদলসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech