বরিশাল জেলার শ্রমিক অধিকার পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় আহবায়ক কমিটির এস এম রাজিব হোসেন সহ ৪৩ সদস্যেকে বরণ করে নেওয়া হয়।
গন অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ, বিশেষ অতিথি ছিলেন গন অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক শহীদুল ইসলাম ফাহিম, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব, গন অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ন সদস্য সচিব আবু সাঈদ মুছা, শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. সোহেল সিকদার, ওমর ফারুক সন্ধীপ প্রমুখ।
প্রধান অতিথি আব্দুর রহমান বলেন, মুসলীম লীগের জমিদার শ্রেনীর কাছে বঙ্গবন্ধু রাজনীতিকে সাধারন মানুষের কাছে নিয়ে গিয়েছিলেন ঠিক তেমনি ভাবে শ্রমিক অধিকার পরিষদ ও রাজনীতিকে অভিজাত লুটেরা শ্রেনীর কাছ থেকে ভিপি নুরের নেতৃত্বে খেটে খাওযা বঞ্চিত শ্রেনীর কাছে নিয়ে যেতে হবে। সভা সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার মহিবুল্লাহ মুহিব ।