লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন থানা পুলিশের ‘বিট পুলিশিং ও জরুরি সেবা ৯৯৯’-এর কার্যক্রমকে গতিশীল করতে উপহার হিসেবে টহল গাড়ির চাবি হস্তান্তর করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। রোববার দুপুরে লালমোহন থানা প্রাঙ্গনে ব্যক্তিগত অর্থায়নে এ টহল গাড়ির চাবি হস্তান্তর করেন তিনি।
এসময় সাংসদ নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, পুলিশ জনগণের বন্ধু হয়ে সর্বদা কাজ করে যাচ্ছে। পুলিশের অক্লান্ত পরিশ্রমে সর্বত্র আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মাসুম বিল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনসহ আরও অনেকে।