মোকাম্মেল হক মিলন, ভোলা থেকে।।
ভোলা সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার দের শপথ গ্রহণ অনুষ্ঠান ভোলা সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিক ইলাহী চৌধুরী আনুষ্ঠানিক ভাবে শপথবাক্য পাঠ করান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার শাখা উপ-পরিচালক রাজিব আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুস সহ প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি শপথ বাক্য পাঠ শেষে সকল চেয়ারম্যান ও মেম্বার ও মহিলা মেম্বার দের যথার্থ ভাবে দায়িত্ব পালনের পাশাপাশি গরীব হত দরিদ্রদের মাঝে অগ্রাধিকার ভিত্তিতে সাহায্য সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি কাহারো বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আসলে ও দুর্নীতি অনিয়ম অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।