বরিশাল প্রতিনিধি: নগরীতে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা সহ তিন মাদক ব্যাবসায়ী কে আটক করেছে ডিবি পুলিশ। বিসয়টি নিশ্চিত করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ এপ্রিল নগর গোয়েন্দা বিএমপির একটি টিম নগরীর কোতয়ালী মডেল থানাধীন ২৩নং ওয়ার্ডের সাগরদি ইসলামপাড় সড়কস্থ “শ্রভ্র নিলয়” নামক দ্বোতলা বিল্ডিং এর নিচ তলার পূর্ব পাশের ভাড়াটিয়া ফ্লাটে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে, ৪০০ পিস ইয়াবা সহ ঝালকাঠী জেলার নলছিটি থানাধীন
বৈশাখিয়া চৌমাথা গ্রামের বাসিন্দা মৃত মজিদ হাওলাদারের ছেলে মোঃ মামুন হাওলাদার (৩৫) কে আটক করেন।
পরবর্তীতে মাদক ক্রয় বিক্রয়ের সাথে জড়িত অন্যান্য সহযোগী ২৩নং ওয়ার্ড সাগরদী কারিকর বিড়ি ব্রাঞ্চ রোড এলাকার বাসিন্দা মৃত খোকন ফরাজীর ছেলে মোঃ সোহেল ফরাজী (৩৩) ও ০৩নং ওয়ার্ড কাউনিয়া পুরানপারা এলাকার বাসিন্দা মৃত রশিদ হাওলাদারের ছেলে মোঃ মিজান হাং (৩৮) কে গ্রেফতার করা হয়।
পুলিশ আরোও জানায়,এসময় অপর সহযোগী এয়ারপোর্ট থানাধীন মুশুরিয়া গ্রামের বাসিন্দা মৃতঃ আইয়ূব আলী আকনের ছেলে মোঃ মাহামুদুর আইয়ূব মিঠু (৩০) ঘটনাস্থল হতে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে