বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

ভয়ানক সমুদ্র যাত্রায় অসুস্থ টাইগাররা

ভয়ানক সমুদ্র যাত্রায় অসুস্থ টাইগাররা

স্পোর্টস প্রতিবেদন:

ফেরিতে ভয়ানক ক্লান্তিকর সমুদ্র যাত্রায় সেন্ট লুসিয়া থেকে ডোমিনিকায় পৌঁছেছেন টাইগাররা। আগামীকাল রাতে মাঠে গড়়াবে প্রথম টি-টোয়েন্টি। ক্রিকেটাররা তার আগে ফিট হয়ে উঠতে পারবেন কিনা সেটা নিয়েই দেখা দিয়েছে দুশ্চিন্তা।

সমুদ্রযাত্রা নিয়ে আগে থেকেই ভয় কাজ করছিল বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে। তারওপর ছিল পাঁচ ঘণ্টার সমুদ্র যাত্রা। অনেকে প্রথমবারের মতো এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেলেন। সাইক্লোনের কারণে সমুদ্রে ছয়-সাত ফুট ঢেউ তো আতঙ্ক ছড়িয়েছে তাদের মধ্যে। সব মিলিয়ে ভয়ানক এক অভিজ্ঞতা।

সমুদ্র যাত্রায় নতুনদের ভয় আর মোশন সিকনেস পেয়ে বসেছিল। অসুস্থ হয়ে পড়েছিলেন পেসার শরিফুল ইসলাম, উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান ও ম্যানেজার নাফিস ইকবাল। তাদের দেখে অন্যরাও দুশ্চিন্তায় পড়ে যান। শরিফুল তো করেন বমি। খুলে ফেলেন গায়ের টি-শার্ট। অস্বস্তি দেখা দেয় ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদের মাঝেও। অনেকে শুয়ে পড়েন ফেরির ডেকে।

আতঙ্কে এক ক্রিকেটার তো ফেলেন, ‘এখানে অসুস্থ হয়ে মরলে তো আমরা মরব, কারো তো কিছু হবে না।’ ক্যারিয়ারের সবচেয়ে বাজে সফরের অভিজ্ঞতা নিয়ে দলের একজন সিনিয়র ক্রিকেটার বলেন, ‘এত দেশ সফর করলাম, জীবনে এই অভিজ্ঞতা প্রথম। আমরা কেউই এতে অভ্যস্ত নই। এখন যদি ফেরিতেই কেউ মারাত্মক অসুস্থ হয়ে যায় তাহলে কী হবে, খেলা তো পরের কথা। আমার জীবনের সবচেয়ে বাজে সফর।’

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech