বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

শেষটাও রাঙাতে চায় টাইগাররা

শেষটাও রাঙাতে চায় টাইগাররা

স্পোর্টস ডেস্ক : 
এরই মধ্যে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে তাই অনেকটাই আনুষ্ঠানিকতার। এই ম্যাচে জিতলেই প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ। এমন ম্যাচেও জয় পেতে চায় লাল-সবুজের দল।

আজ শনিবার গায়ানায় বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে সিরিজের তৃতীয় ওয়ানডে। অবশ্য প্রথম দুই ম্যাচ জিতে বাংলাদেশ ২-০তে এগিয়ে রয়েছে।

গায়ানার উইকেট অনেকটা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মতো, ধীরগতির। তাই বাংলাদেশের জন্য ভালোই সুবিধা হয়। প্রথম দুই ম্যাচেই টস জিতে প্রতিপক্ষকে অল্প রানে আটকে ফেলে। তাই দুই ম্যাচেই সহজ জয় পায় তামিমরা।

দুই ম্যাচেই স্পিনার মেহেদী হাসান মিরাজ দারুণ বল করেছেন। আর দ্বিতীয় ম্যাচে স্পিনার নাসুম আহমেদ ছিলেন বেশ উজ্জ্বল।

তবে এই ম্যাচের বাংলাদেশ একাদশে  কয়েকটি পরিবর্তন আসতে পারে। অধিনায়ক তামিম ইকবাল আগের ম্যাচ শেষে এমন ইঙ্গিত দিয়েছিলেন।

দুটি কারণে বাংলাদেশ একাদশে পরিবর্তন আসতে পারে। প্রথমত সিরিজ নিশ্চিত হয়ে গেছে। দ্বিতীয়ত ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে দল গঠনে পরীক্ষা করা।

তিন খেলোয়াড় এখনো একটি ম্যাচও খেলেননি। তাঁরা হলেন- ইবাদত হোসেন, এনামুল হক বিজয় ও তাইজুল ইসলাম। তাই মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও টপ অর্ডার ব্যাটারদের মধ্যে কাউকে বিশ্রাম দেওয়া হতে পারে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এরই মধ্যে টানা ১০ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ। এবার জিতলে ১১ ম্যাচ জয়ের কীর্তি গড়বে।

বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস (উইকেটরক্ষক), নুরুল হাসান সোহান, এনামুল হক, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও ইবাদত হোসেন।

ওয়েস্ট ইন্ডিজ দল : নিকোলাস পুরান (অধিনায়ক), শামারাহ ব্রুকস, ব্রান্ডন কিং, রোভম্যান পাওয়েল, কেসি কার্টি, কাইল মায়ার্র্স, গুদাকেশ মোতি, কিমো পল, শাই হোপ, আকিল হোসেন, আলজারি জোসেফ, এন্ডারসন ফিলিপ ও জেইডেন সিলেস।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech