ঝালকাঠিতে পুলিশের বাধার কারণে যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি করতে পারেনি নেতা-কর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় যুবদলের নেতা-কর্মীরা রোববার সকালে আমতলা সড়কের দলীয় কার্যালয়ে সমবেত হয়। সেখান থেকে সকাল ১০টায় র্যালি বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়।
সামনে এগোতে না পেরে সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। পরে কার্যালয়ের ভেতরেই সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ করে।
জেলা যুবদলের সভাপতি জিএম আব্দুল সবুর কামরুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল হোসেন তুহিন।
এসময় বক্তারা খালেদা জিয়ার মুক্তি দাবি করেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।