বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

জয়ের আগমুহূর্ত পর্যন্ত প্রধানমন্ত্রী সজাগ ছিলেন: পাপন

জয়ের আগমুহূর্ত পর্যন্ত প্রধানমন্ত্রী সজাগ ছিলেন: পাপন

স্পোর্টস ডেস্ক : 
গায়ানায় ওয়েস্ট ইন্ডিজকে যখন টাইগাররা তৃতীয়বারের মতো ওয়ানডেতে হোয়াইটওয়াশ করে, তখন বাংলাদেশে সময় রাত পৌনে তিনটা। তখনও নাকি সজাগ ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময়টায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে ফোনও করেন তিনি, ফোন দেন লক্ষ্য তাড়া করতে নেমে তামিম ইকবাল আউট হয়ে যাওয়ার পরও। গণমাধ্যমকে এসব কথা জানান পাপন নিজেই।

রোববার (১৭ জুলাই) এক সভা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন, ‘তামিম আউট হওয়ার পরপর প্রধানমন্ত্রী আমাকে ফোন করেন। উনি খুব চিন্তিত ছিলেন, ও আউট হয়ে গেল। আমি বললাম, অসুবিধা নেই, আমরা জিতব। ইনশাল্লাহ, আপনি চিন্তা করবেন না। তারপর উইনিং রানটা যখন নিল, তখন বোধহয় পৌনে তিনটা বাজে। তখনও উনি আমাকে ফোন করেন আর বলেন, ভালো খেলেছে।’

পাপন যোগ করেন, ‘আমি উনাকে বললাম এত রাত পর্যন্ত জেগে আছেন। উনি বলেন, টেনশনে নাকি ঘুমাতে পারছিলেন না। আমার বোর্ড সদস্যের এটা আমি বলেছি, ব্যাপারটা অবিশ্বাস্য। উনি এত ব্যস্ত থাকার পরও রাত জেগে খেলা দেখছেন।’

প্রসঙ্গত, তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়েছে টাইগাররা। নিকোলাস পুরানদের ১৭৮ রানের জবাব দিতে নেমে ৬ উইকেট হারিয়ে ৯ বল হাতে রেখে জয় পায় তামিম ইকবাল বাহিনী। এ নিয়ে বাংলাদেশের কাছে ওয়ানডেতে তিনবার হোয়াইটওয়াশ হলো উইন্ডিজ। উইন্ডিজকে হোয়াইটওয়াশের দিন ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তাইজুল ইসলাম। আর সিরিজসেরার পুরস্কার গেছে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের ঝুলিতে।

 

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech