বিনোদন ডেস্ক :
শিশুদের অস্কারখ্যাত কিডস্ক্রিন অ্যাওয়ার্ড জিতল বাংলাদেশের সিসিমপুর। বিশ্বের সেরা সব শিশুতোষ টিভি সিরিজকে পেছনে ফেলে ‘বেস্ট মিক্সড মিডিয়া সিরিজ’ ক্যাটাগরিতে সেরার এই পুরস্কার লাভ করেছে তারা।
বুধবার (২০ জুলাই) সিসিমপুরের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
‘বেস্ট মিক্সড মিডিয়া সিরিজ’ অ্যাওয়ার্ড জেতায় সবাইকে শুভেচ্ছা জানিয়েছে সিসিমপুর পরিবার। ফেসবুকে এক পোস্টে তারা লিখেছে, সবার ভালোবাসা এবং সহযোগিতার ফলেই সিসিমপুর পরিবারের আজকের এই অর্জন। তাই সবার কাছে আমরা কৃতজ্ঞ।
প্রাক-প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ের শিশুদের শেখাকে আনন্দদায়ক ও উপভোগ্য করার লক্ষ্যে ‘সিসিমপুর’ নামক কার্যক্রমটির প্রচার শুরু হয়েছিল ২০০৫ সালে। টানা ১৮ বছর টেলিভিশন পর্দায় সমান জনপ্রিয়তা নিয়ে এগিয়ে যাচ্ছে শিশুতোষ এই টিভি সিরিজটি।
বর্তমানে দেশের বিভিন্ন চ্যানেলে সিসিমপুরের ১৪তম সিজনের প্রচার চলছে। এর মাধ্যমে সারা দেশের প্রায় এক কোটি দর্শক অনুষ্ঠানটি নিয়মিত উপভোগ করছেন।