বিনোদন ডেস্ক :
বৃহস্পতিবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে রণবীর সিং’র নগ্ন ছবি। ‘পেপার’ ম্যাগাজিনের কাভারশুটের জন্য ওই ফটোশুট করিয়েছিলেন রণবীর। তবে অনেকেই যেমন বড় পর্দার ‘খিলজি’র প্রশংসা করেছেন, তেমনই কারও কাছে এই ছবি ‘অসহ্যকর’!
বৃহস্পতিবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে রণবীর সিং‘র নগ্ন ছবি। ‘পেপার’ ম্যাগাজিনের কাভারশুটের জন্য ওই ফটোশুট করিয়েছিলেন রণবীর। তবে অনেকেই যেমন বড় পর্দার ‘খিলজি’র প্রশংসা করেছেন, তেমনই কারও কাছে এই ছবি ‘অসহ্যকর’! রণবীরের ছবিকে টেনে এনে দেশের নানা প্রান্তে চলতে থাকা বোরখা বিতর্ককে উস্কে দিলেন সামজবাদী পার্টির নেতা ও মহারাষ্ট্র বিধানসভার সদস্য আবু আজমি।
টুইটারে তিনি লিখলেন, ‘খালি গা প্রদর্শন করাকে যদি বলা হয় শিল্প ও স্বাধীনতা, তাহলে সংস্কৃতি অনুযায়ী কোনও মেয়ে যদি হিজাব দিয়ে শরীর ঢেকে রাখতে চায়, তাহলে তাকে কেন বলা হয় নিপীড়ন ও ধর্মীয় বৈষম্য। আমরা কেমন সমাজ চাই? নগ্ন ছবি পাবলিক করা যদি স্বাধীনতা হয়, তাহলে হিজাব পরবে না কেন কেউ?নিজের পোস্টে রণবীর সিং‘র ফটোশুট, আমির খানের ‘পিকে’ ছবির পোস্টার ও মিলিন্দ সোমনের অন্তর্বাসে সমুদ্রের ধারে দৌড়নোর ছবি ব্যবহার করা হয়েছে। সঙ্গে বোরখা পরে থাকা কিছু মেয়ের ছবি। পাশে লেখা, ‘স্কুল-কলেজসহ সব জায়গায় কি মেয়েদের হিজাব, স্কার্ফ বা বোরখা পরার স্বাধীনতা নেই?’
শুক্রবার রণবীর সিং-এর নগ্ন ছবি দেখে যারা আগুন বা অসাধারণ বলেছিলেন তাদের ওপর প্রশ্ন তুলেছিলেন টালিউডের অভিনেত্রী-সাংসদ মিমি। সোশ্যাল পোস্টে প্রশ্ন তুলেছিলন, ‘ইন্টারনেট এই ছবির তলায় আগুন লিখতে ভেঙে পড়েছে। মনে প্রশ্ন জাগছে যদি এখানে একজন মহিলা থাকত, তাহলে কি পরিস্থিতি আলাদা হতো? আপনারা কি একইভাবে প্রশংসা করতেন নাকি নোংরা মেয়ে বলতেন? আমরা সমান অধিকারের কথা বলি, মহিলাদের ক্ষমতায়নের কথা বলি, কিন্তু সেটা করি কি?’