স্পোর্টস ডেস্ক :
ইংল্যান্ডের বিপক্ষে ৪০০ রানের অনন্য এক ক্রিকেটীয় ইনিংস খেলেছেন ব্রায়ান। ২০০৪ সালের কথা। স্মৃতিটা অনেক দিনের পুরনো। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই প্রথম ও একমাত্র কোয়াড্রাপল সেঞ্চুরির রেকর্ড।
আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের এ কিংবদন্তি ব্যাটসম্যানের রেকর্ডটা কেউ ভাঙতে পারেনি। ৭৭৮ বলে তার ৪০০* রানের হার না মানা দুরন্ত ইনিংসের আগে নয়বার ক্রিকেট অনুরাগীরা এমন ইনিংস দেখেছিল কেবল প্রথম শ্রেণীর ক্রিকেটে।
লারার সেই কীর্তিময় ইনিংসের ১৮ বছর পর ৪০০ রানের ইনিংস দেখল ক্রিকেট দুনিয়া।
শনিবার কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টু’তে গ্ল্যামারগান-লেস্টারশায়ার ম্যাচে ৪০০ রানের মাইলফলক ছুঁয়েছেন স্যাম নর্থ ইস্ট (৪১০*)। লেস্টারশায়ার বোলারদের মেরে কেটে ৪৪৭ বলে কোয়াড্রাপল সেঞ্চুরি হাঁকিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে না খেলা গ্ল্যামারগানের ৩২ বছরের এ ব্যাটসম্যান।