স্পোর্টস ডেস্ক :
২০১৬ সালের ২০ জানুয়ারি টেলিকম প্রতিষ্ঠান বাংলালিংকের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় সাকিব আল হাসানের। অন্যদিকে যমুনা ব্যাংকের সঙ্গে কোনো চুক্তিই করেননি বিশ্বসেরা অলরাউন্ডার। তবুও বেয়ানিভাবে দুটি প্রতিষ্ঠান সাকিবের ছবি ও ব্র্যান্ড ইমেজ ব্যবহার করছিল। যার জন্য প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন সাকিব।
৫ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ চেয়ে যমুনা ব্যাংক ও বাংলালিংকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। খবরটি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন সাকিবের আইনজীবি ব্যারিস্টার আশরাফুল হাদী।
উকিল নোটিশ অনুযায়ী, ক্ষতিপূরণের জন্য দুটি প্রতিষ্ঠানকে সাত দিনের সময় দিয়েছেন সাকিব। এর মধ্যে, ক্ষতিপূরণ না দিলে নেবেন আইনি ব্যবস্থা।
এ ব্যাপারে আশরাফুল হাদী মুঠোফোনে বলেছেন, ‘২০১৬ সালেই সাকিবের সঙ্গে বাংলালিংকের চুক্তি শেষ। আর যমুনা ব্যাংকের সঙ্গে কোনো চুক্তিই করেননি তিনি। অথচ সাকিবের ছবি তারা তাদের এটিএম বুথসহ বিভিন্ন জায়গায় ব্যবহার করছে। এটিএম বুথে ছবি দেখে এসব সাকিবকে বিভিন্ন জন পাঠায়। এর পর সাকিব আইনি নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।’
ক্ষতিপূরণের পরিমান জানিয়ে সাকিবের আইনজীবি বলেন, ‘দুই প্রতিষ্ঠানের কাছে আমাদের ক্ষতিপূরণের পরিমান ৫ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা। নির্ধারিত সময়ে ক্ষতিপূরণ না দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে