স্পোর্টস ডেস্ক :
টি-টোয়েন্টি দলে মুশফিকুর রহিমের থাকা না থাকার খবর বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে বেশকিছু দিনের আলোচিত বিষয়। বিশেষ করে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে মুশফিক ভাল করতে পারেননি। তারপর থেকেই তাকে এই ফরম্যাটে না রাখার পক্ষেই মত দিয়েছেন অনেকে। আসন্ন জিম্বাবুয়ে সফরেও মুশফিককে টি-টোয়েন্টি দলে রাখা হয়নি। ক্রিকেটপাড়ায় গুঞ্জন, বিসিবির এমন সিদ্ধান্তে নাকি সন্তুষ্ট হতে পারেননি মুশি। তার প্রতিক্রিয়াও নাকি ফেসবুকে জানিয়েছেন ইঙ্গিতে, একটা ছবি পোস্ট করে। যদিও মুশফিক এ বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি।
মুশফিকের এমন আচরণ নিয়ে প্রশ্ন উঠলে গতকাল সোমবার বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ইঙ্গিতেই হয়তো তার সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘ক্রিকেট একটা মানসিক খেলা। মানসিক চাপই সবচেয়ে বেশি। যতক্ষণ পর্যন্ত এই সংস্কৃতি গড়ে তুলতে না পারব ততক্ষণ পর্যন্ত ভালো করতে পারব না। আমার চাকরির খবর তো বাসায় জানাই না বা বাসার খবর তো চাকরিতে এসে জানাই না যে বউয়ের সাথে ঝগড়া করে এসেছি। এখানেও এরকম। পেশাদার হওয়া জরুরি। ভেতরের কথা বাইরে যাওয়াও উচিৎ না। যে-ই দিচ্ছে, যারাই দিচ্ছে, এটা স্বাস্থ্যকর না।’
সেই সাথে সুজন মনে করে ক্রিকেটারদের আরও দায়িত্বশীল ও পেশাদার হতে হবে। তিনি বলেন, ‘মানুষ ভুল থেকে শেখে। ভুল তো সবাই করি, না? আমি মনে করি আজকের পর থেকে আর এসব হবে না। আজকের পর থেকে জাতীয় দলের সবাই দায়িত্বশীল হবে। তারা বাংলাদেশের আইকন। শুধু মাঠে খেলা না, মাঠের বাইরেও অনেক খেলা আছে, যা সাবধানতার সাথে খেলতে হবে। আমি মনে করি আজকের পর থেকে আরও দায়িত্বশীল বাংলাদেশ দল দেখব। আমরা হারলেও যেন সেরাটা দিয়ে চেষ্টা করার সন্তুষ্টি থাকে। মাঠের বাইরের শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করব, এটা প্রমিজ করতে পারি।’
উল্লেখ্য, নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্রাম দিয়ে জিম্বাবুয়ে সফরের জন্য নুরুল হাসান সোহানকে অধিনায়ক করা হয়েছে। সেই দলে নেই মুশফিকুর রহিমও, তাকেও বিশ্রাম দিয়েছে বিসিবি।