ভোলা বোরহানউদ্দিন জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।‘‘ সকলের জন্য উন্নত স্যানিটেশন’’ ‘‘ নিশ্চিত হোক সুস্থ্য জীবন’’ ‘‘সকলের হাত’’ ‘‘পরিচ্ছন থাক’’ এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে বুধবার সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করেন।
র্যালি শেষে উপজেলার উদয়ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ সহকারী প্রকৌশলী মো: মাহফুজুর রহমান, সহকারী শিক্ষা অফিসার আবুল বাশার, উপজেলা রিসোর্স সেন্টার অফিসার মো: মনিরুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক মো: জসিম উদ্দিন, ব্র্যাক ওয়াশ কর্মসূচির উপজেলা ব্যবস্থাপক বিশ্বজিত বালা, কর্মসূচি সংগঠক মো: শামসুল ইসলাম খান, মাঠ সংগঠক মো: সাগর খান, উদয়ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুর রহমান সহ স্কুলের অন্যান্য শিক্ষক ও ছাত্র/ছাত্রী বৃন্দ।