এশিয়া কাপে নিজেদের শুরুর ম্যাচে আফগানিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ। তবে দল হারলেও বল হাতে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। যার প্রভাব পড়েছে আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে। বোলারদের র্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক।
আজ বুধবার র্যাঙ্কিংয়ে হালনাগাদ করে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যেখানে ৮ ধাপ এগিয়ে বোলারদের তালিকায় ১৯ নম্বরে এসেছেন সাকিব।
মূলত গতকাল আফগানদের বিপক্ষে বল হাতে দারুণ করেছেন সাকিব। নিজের কোটার ৪ ওভার বোলিং করে মাত্র ১৩ রান দিয়ে এক উইকেট নেন সাকিব। যার ছাপ র্যাঙ্কিংয়ে পড়েছে স্পষ্ট।
এক ধাপ পেছিয়ে বোলারদের তালিকায় ১৬ নম্বরে আছেন বাংলাদেশের অফ স্পিনার শেখ মেহেদী হাসান। দুই ধাপ পিছিয়েছেন আরেক স্পিনার নাসুম আহমেদ। তিনি আছেন ১২ নম্বরে। মুস্তাফিজুর রহমান আগের মতোই আছেন ৩১ নম্বরে।
আগের মতোই টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে এক নম্বরে আছেন অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড। দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি আছেন দুই নম্বরে। বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে তিনে আছেন আফগান তারকা রশিদ খান।