র্যাব-৮ বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানে ধারী শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার হয়েছে।
আজ দুপুরে র্যাব-৮ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানা গোপন সংবাদের ভিত্তিতে শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ডাকাত ও নাশকতাকারী আব্দুল মালেক হাওলাদারের (৪৭) বাড়িতে অভিযান চালায়। আসামী আব্দুল মালেক হাওলাদার এর বসত বাড়িতে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে আটক করে।
পরে পর্যাপ্ত সাক্ষীদের উপস্থিতিতে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামী স্বীকার করে তার হেফাজতে মাদক ও অস্ত্র আছে। তার বাসা তল্লাশি করলে ০২টি বিদেশী পিস্তল, ০৪টি চাপাতি, ০৯ রাউন্ড এ্যামোনিশন, ০৫টি পেট্রোল বোমা এবং ১০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
গ্রেফতারকৃত আব্দুল মালেক কাঠালিয়া উপজেলার মহিষকান্দি গ্রামের মৃত মাওলানা সিকান্দার ছেলে।
র্যাব জানায়, তার নামে বরগুনা কাঁঠালিয়াসহ বিভিন্ন থানাতে আটটি অস্ত্র, ডাকাতি ও নাশকতার মামলা রয়েছে। র্যাবের এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই ব্যাপারে র্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ লুৎফর রহমান বাদী হয়ে ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানায় একটি অস্ত্র, মাদক ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।