২০২৩ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ১০ ফেব্রুয়ারি। কেপটাউনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে। ফাইনাল ম্যাচ ২৬ ফেব্রুয়ারি। আর ২৭ ফেব্রুয়ারি রিজার্ভ ডে। বাংলাদেশ ও আয়ারল্যান্ড বাছাইপর্ব খেলে মূল পর্বে জায়গা করে নেয়।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে গ্রুপ ১-এ রয়েছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। গ্রুপ ২-এ ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড।
প্রতিটি দল তাদের গ্রুপের একে-অন্যের মুখোমুখি হবে। গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। সেমিফাইনাল ও ফাইনাল কেপটাউনে অনুষ্ঠিত হবে।
২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলা গ্রুপ পর্বের খেলায় প্রতিটি দল তাদের গ্রুপের অন্য চারটি দলের সঙ্গে একবার মুখোমুখি হবে। গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনাল খেলবে।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি :
১০ ফেব্রুয়ারি : দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা, কেপটাউন
১১ ফেব্রুয়ারি : ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড, পার্ল
১১ ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড, পার্ল
১২ ফেব্রুয়ারি : ভারত ও পাকিস্তান, কেপটাউন
১২ ফেব্রুয়ারি : বাংলাদেশ ও শ্রীলঙ্কা, কেপটাউন
১৩ ফেব্রুয়ারি : আয়ারল্যান্ড ও ইংল্যান্ড, পার্ল
১৩ ফেব্রুয়ারি : দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড, পার্ল
১৪ ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়া ও বাংলাদেশ, জিকেবেরহা
১৫ ফেব্রুয়ারি : ওয়েস্ট ইন্ডিজ ও ভারত, কেপটাউন
১৫ ফেব্রুয়ারি : পাকিস্তান ও আয়ারল্যান্ড, কেপটাউন
১৬ ফেব্রুয়ারি : শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া, জিকেবেরহা
১৭ ফেব্রুয়ারি : নিউজিল্যান্ড ও বাংলাদেশ, কেপটাউন
১৭ ফেব্রুয়ারি : ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড, কেপটাউন
১৮ ফেব্রুয়ারি : ইংল্যান্ড ও ভারত, জিকেবেরহা
১৮ ফেব্রুয়ারি : দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া, গকেবেরহা
১৯ ফেব্রুয়ারি : পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ, পার্ল
১৯ ফেব্রুয়ারি : নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা, পার্ল
২০ ফেব্রুয়ারি : আয়ারল্যান্ড ও ভারত, জিকেবেরহা
২১ ফেব্রুয়ারি : ইংল্যান্ড ও পাকিস্তান, কেপটাউন
২১ ফেব্রুয়ারি, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ, কেপটাউন
২৩ ফেব্রুয়ারি : সেমিফাইনাল ১, কেপটাউন
২৪ ফেব্রুয়ারি : সেমিফাইনাল ২. কেপটাউন
২৬ ফেব্রুয়ারি : ফাইনাল, কেপটাউন
২৭ ফেব্রুয়ারি : রিজার্ভ ডে