স্পোর্টস ডেস্ক:
ফিফা র্যাংকিংয়ে আরও পোক্ত হয়েছে ব্রাজিলের অবস্থান। সবশেষ দু’টি প্রীতি ম্যাচে জয় সেলেসাওদের নামের পাশে যোগ করেছে আরও কিছু রেটিং পয়েন্ট।
সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ঘানাকে ৩-০ গোলে হারানোর পর তিউনিশিয়ার বিপক্ষে ৫-১ ব্যবধানে জয় পায় ব্রাজিল। রেটিং পয়েন্ট বেড়েছে তিন নম্বর দল আর্জেন্টিনারও। গত মাসে তারা হন্ডুরাস ও জ্যামাইকার বিপক্ষে দুই ম্যাচেই জেতে ৩-০ গোলে।
কাতার বিশ্বকাপের আগে আজ বৃহস্পতিবার শেষবারের মতো র্যাঙ্কিং প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সদ্য প্রকাশ করা র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে নেই কোনো পরিবর্তন। ব্রাজিল এক, দুই বেলজিয়াম এবং তিনে আর্জেন্টিনা। ফ্রান্স ও ইংল্যান্ডেরও গত মাসের সূচি ভালো কাটেনি। তারপরও যথাক্রমে চার ও পাঁচ নম্বর জায়গা ধরে রেখেছে দল দুটি।
এক ধাপ এগিয়ে ইতালি উঠেছে ষষ্ঠ স্থানে। আর তাদের জায়গা ছেড়ে দিতে সপ্তম স্থানে নেমে গেছে নেমে গেছে স্পেন।