নড়বড়ে ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে বড় লক্ষ্য দিতে পারেনি বাংলাদেশ। জিততে হলে কিউইদের করতে হবে মাত্র ১৩৮ রান। এই রান তাড়ায় ভালো শুরু করা নিউজিল্যান্ডের প্রথম উইকেট তুলে নিয়েছেন শরিফুল ইসলাম।
ইনিংসের চতুর্থ ওভারে ফিন এলানকে নিজের শিকার বানান শরিফুল। ১৮ বলে ১৬ রান করে ফেরেন কিউই ওপেনার।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দলীয় ১২ রানে ওপেনার মেহেদী হাসান মিরাজের উইকেট হারিয়ে বসে তারা। শুরুর এই ধাক্কা সামলে নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের ব্যাটে ভালোই খেলছিল লাল-সবুজের দল। তবে তারা বেশিক্ষণ টিকতে পারেননি।
এরপর দ্রুত উইকেট হারিয়ে যে চাপে পড়ে বাংলাদেশ, শেষ পর্যন্ত তা ভালোভাবে কাটিয়ে উঠতে পারেনি। কোনো মতে স্কোরবোর্ডে ১৩৭ রান তোলেন সাকিব-শান্তরা।
আজ রোববার ম্যাচে শুরু থেকেই নড়বড়ে ছিল বাংলাদেশ। দু’একজন ছাড়া কেউই খুব একটা সুবাধা করতে পারেনি। মিরাজ ৫ বলে ৫ রান প্রথম আউট হন। এর পর শান্ত ও লিটন জুটি আশা দেখান। কিন্তু দলীয় ৫৩ রানের মাথায় লিটন ১৫ রান করে সাজঘরে ফেরেন। এর পরই শান্ত ২৯ বলে ৩৩ রান করে আউট হন। উইকেটে বেশিক্ষণ ছিলেন না মোসাদ্দেক হোসন সৈকত। তিনি ৪ বলে ২ রান করেন।
শেষ দিকে আফিফ ২৬ বলে ২৪, সাকিব ১৬ বলে ও সোহান ১২ বলে ২৫ রান না করলে এই সংগ্রহ গড়া সম্ভব হতো না।