ফিফা বিশ্বকাপের আগে এবার আর্জেন্টিনার চিন্তা বাড়ালেন অ্যাঞ্জেল ডি মারিয়ার। পাওলো দিবালার পর এবার একই চোটে পড়েছেন আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জেতানো গোল করা জুভেন্টাস তারকা। গত রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইসরায়েলের ক্লাব ম্যাকাবি হাইফার বিপক্ষে ম্যাচে চোটে পড়েন ডি মারিয়া।
দুয়ারে কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। হাতে সময় একেবারে অল্প। আসরের অন্যতম ফেভারিট আর্জেন্টিনা। আছে দারুণ ছন্দে। টানা ৩৫ ম্যাচ জিতে নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে তারা।
কিন্তু সময় যত ঘনাচ্ছে, কোচ লিওনেল স্কালোনির কপালে চিন্তার ভাঁজ পড়ছে। যাদের নিয়ে বিশ্বকাপ জয়ের ছক কষছেন স্কালোনি, ডি মারিয়া-দিবালারা সেখানে অবধারিত। অথচ চেপে ধরেছে তাঁদের না পাওয়ার ভয়।
ম্যাচের তখন ২৪ মিনিট। ম্যাকাবির বিপক্ষে এক গোলে পিছিয়ে জুভেন্টাস। হঠাৎ ডি মারিয়াকে দেখা গেলো ডান পায়ের উরু চেপে ধরতে। চোখে-মুখে কাতর অভিব্যক্তি। জার্সিতে মুখ ঢেকে হতাশায় মাঠ ছাড়ছেন। বিশ্বকাপের অল্প ক’দিন আগে এমন চোটে পড়া ভালো লাগার কথা নয়।
এ নিয়ে গত তিন মাসে তিনবার চোটে পড়েছেন আর্জেন্টাইন উইঙ্গার ডি মারিয়া। মিস করেছেন জুভের জার্সিতে বেশকিছু ম্যাচ। সেসব ছাপিয়ে গত রাতের ইঞ্জুরি গুরুতর হলে তা হবে অশনী সংকেত। চোটের সার্বিক অবস্থা এখনও জানা না গেলেও ডি মারিয়ার অভিব্যক্তি দুঃশ্চিন্তা বাড়াচ্ছে ভক্তদের।