টি-টোয়েন্টি বিশ্বকাপের আর বেশিদিন বাকি নেই। অস্ট্রেলিয়ার মাটিতে আগামী মাসেই মাঠে গড়াচ্ছে এই প্রতিযোগিতা। মূল টুর্নামেন্টের আগে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিব আল হাসানের দল।
বিশ্বকাপের আগে প্রতিটি দলই প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। অফিসিয়াল প্রস্তুতি ম্যাচগুলোর সূচি প্রকাশ করেছে আইসিসি। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা।
আগামী ১৭ অক্টোবর আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এর পর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ১৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে লাল-সবুজের দল।
আগামী ১৬ অক্টোবর থেকে প্রথম পর্ব দিয়ে শুরু হবে বিশ্বকাপ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে লড়বে শ্রীলঙ্কা ও নামিবিয়া। বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ২৪ অক্টোবর। সেদিন প্রাথমিক পর্ব পেরিয়ে আসা একটি দলের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল।