চ্যালেঞ্জিং লক্ষ্য সামনে। প্রতিপক্ষ আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের চাই ১৬১ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ পারল না এই লক্ষ্য টপকাতে। আফগানদের দুর্দান্ত বোলিং আক্রমণে লাল-সবুজের দলের ব্যাটিং ধস নামে। সাকিব-মুস্তাফিজরা হেরেছে ৬২ রানে।
আজ সোমবার ব্রিজবেনে অনুষ্ঠিত ম্যাচে আফগানিস্তান প্রথমে ব্যাট করে ১৬০ রান গড়ে। জবাবে বাংলাদেশের ইনিংস থামে ৯৮ রানে।
বাংলাদেশের হয়ে একজন ব্যাটারও সুবিধা করতে পারেননি। মেহেদী হাসানর মিরাজ উদ্বোধনীতে নেমে সর্বোচ্চ ৩১ বলে ১৬ রান করেন।
এর আগে টস হেরে বোলিংয়ে নামে বাংলাদেশ পারেনি প্রতিপক্ষকে অল্প রানে আটকাতে। হজরতউল্লাহ জাজাই ১৬ বলে ১৫ রান করেন। ইব্রাহিম জাদরান ৪৬ রানে করেন ৩৯ বল খেলে। তিনি হাসান মাহমুদের শিকার হন।
মোহাম্মদ নবী শেষ দিকে ঝড় তোলেন। আফগান অধিনায়ক ১৭ বলে ৪১ রান করেন। যাতে পাঁচটি ছক্কা ও একটি চারের মার রয়েছে। তাসকিন আহমেদ তিন উইকেট নেন ৩০ রান খরচায়। আর সাকিব আল হাসান ও হাসান মাহমুদ নিয়েছেন দুটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান : ১৬০/৭ (২০ ওভার) (জাদরান ৪৬, নবী ৪১* গুরবাজ ২৭, জাজাই ১৫, তাসকিন ৩/৩০)।
বাংলাদেশ : ৯৮/৯ (২০ ওভার) ( শান্ত ১২, মিরাজ ১৬, সৌম্য ১, সাকিব ১, সোহান ১৩, আফিফ ০, সৈকত ২১, মুস্তাফিজ ১৮; ফারুকি ৩/৯, মুজিব ১/৫, নবী ১/১১)।
ফল : আফগানিস্তান ৬২ রানে জয়ী।