প্রথম পর্ব দিয়ে মাঠে গড়িয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের এই মেগা আসরের প্রথম পর্বেই হ্যাটট্রিক করলেন সংযুক্ত আরব আমিরাতের কার্তিক মিয়াপ্পান। শ্রীলঙ্কার বিপক্ষে টানা তিন উইকেট নিয়ে এবারের বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করার কীর্তি গড়লেন কার্তিক।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পঞ্চম খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করলেন ২২ বছর বয়সী এই লেগ স্পিনার। এর আগে হ্যাটট্রিক করেছেন ব্রেট লি (২০০৭), কার্টিস ক্যাম্ফার (২০২১), ওয়ানিন্দু হাসারাঙ্গা (২০২১) ও কাগিসো রাবাদা (২০২১)।
বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে আজ মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি হয় আরব আমিরাত। টস জিতে এদিন লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠায় আরব আমিরাত। আগে ব্যাট করতে নেমে ভালো সংগ্রহ গড়ার আভাস দেয় লঙ্কানরা।
কিন্তু লঙ্কানদের ব্যাটিংয়ের পথে বড় ধাক্কা দেন কার্তিক। ১৫তম ওভারে লঙ্কানদের টানা তিন উইকেট তুলে নেন তিনি। ওই ওভারের চতুর্থ বলে প্রথমে ভানুকা রাজাপাকশের উইকেট তুলে নেন কার্তিক।
এরপর কার্তিকের বলেই উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন চারিথ আসালাঙ্কা। তাতে কার্তিকের সামনে জেগে ওঠে এবারের বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করার সুযোগ। সেই সুযোগ হাতছাড়া করেননি আরব আমিরাতের এ্ স্পিনার। ওভারের শেষ বলে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকাকে বোল্ড করে হ্যাটট্রিক করার আনন্দে ভাসেন কার্তিক।
নিজের হ্যাটট্রিকময় ম্যাচে রানও কম দিয়েছেন কার্তিক। নিজের কোটার ৪ ওভার বোলিং করে মাত্র ১৯ রান খরচায় নিয়েছেন তিনটি উইকেট।