প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে গিয়েছিল তারা। তাই বেশ চাপে পড়ে যায় সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। আশার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথমিক পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে ক্যারিবীয় দলটি। তারা ৩১ রানে হারিয়েছে জিম্বাবুয়েকে।
আজ বুধবার অনুষ্ঠিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে ১৫৩ রান গড়ে। জবাবে জিম্বাবুয়ের ইনিংস থামে ১২২ রানে।
অবশ্য প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১০১ রানে ছয় উইকেট হারিয়ে বসে। তাই এক পর্যয়ে মনে হয়েছিল খুব বড় সংগ্রহ গড়তে পারবে না তারা। কিন্তু সপ্তম উইকেট জুটির দৃঢ়তায় শেষ পর্যন্ত দেড় শতাধিক রান গড়ে ওয়েস্ট ইন্ডিজ।
রভম্যান পাওয়েল ও আকিল হোসেন ৩৫ বলে ৪৯ রানের জুটি গড়ে দলকে বিপদ থেকে রক্ষা করেন। পাওয়েল ২১ বলে ২৮ এবং আকিল ১৮ বলে ২৩ রান করেন। জনসন চার্লস ৩৬ বলে ৪৫ রান করেন। নিকোলাস পুরান (৭), শামারাহ ব্রুকস (০), জেসন হোল্ডার (৪) খুব একটা সুবিধা করতে পারেননি।
জিম্বাবুয়ের হয়ে সিকান্দার রাজা ১৯ রানে তিন উইকেট নেন। মুজারবানি ৩৮ রানে ২ উইকেট পান।