হোবার্টের বেলেরিভ ওভালে টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামীকাল সোমবার প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ বাছাই পর্বে দারুণ খেলে আসা নেদারল্যান্ডস। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি। টি-টোয়েন্টি বিশ্বকাপের সবকয়টি আসরে অংশগ্রহণ করলেও মূলপর্বে বাংলাদেশ হতাশ করেছে বরাবরই।
তবে, সাকিব আল হাসানের কন্ঠে এবার প্রত্যয়ের সুর। নিউজিল্যান্ড প্রতিটি প্রস্তুতি ম্যাচ শেষেই বাংলাদেশ অধিনায়ক সাকিব ছিলেন বেশ ইতিবাচক। জানিয়েছিলেন, জয় না পেলেও যা পাওয়ার পাচ্ছেন! আজকের সংবাদ সম্মেলনেও একই কথা সাকিবের কণ্ঠে, ‘আমরা প্রস্তুতি সিরিজের চার ম্যাচেই হয়তো হেরেছি, কিন্তু সবাইকে ঝালিয়ে নিতে পেরেছি। দলের সকলে জানে নিজেদের সম্পর্কে।’
টি-টোয়েন্টিতে যে কাউকে যেকোনো পরিস্থিতিতে খেলার মানসিকতা রাখতে হয়। রাখঢাক না রেখে দলের সবার উদ্দেশে সাকিব জানিয়ে দিলেন, ‘যাকে যেখানে যখন প্রয়োজন, সেখানে খেলার মানসিকতা রাখতে হবে। খেলতে হবে দলগত খেলা।’
প্রতিপক্ষ হিসেবে নেদারল্যান্ডসকে পাওয়া কিছুটা স্বস্তি বয়ে আনবে কি না, তার জবাব সাকিব দেন এভাবে, ‘আমার তা মনে হয় না। ওরা যোগ্য দল হিসেবে এসেছে। আমাদের হাতে পাঁচটি ম্যাচ। সবগুলো সমান গুরুত্বপূর্ণ।’
এ ছাড়া নিজেদের পরিকল্পনা নিয়ে সাকিবের ভাষ্য, ‘আমাদের কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই যে, একে প্রথম ছয় ওভার ব্যাটিং করতে হবে, একে পরের ৭-৮ ওভার ব্যাটিং করতে হবে এবং এ দুই-তিনজনকে শেষ তিন থেকে পাঁচ ওভার ব্যাটিং করতে হবে। আমাদের ওরকম কোনো সুর্নিদিষ্ট পরিকল্পনা নেই। যখনই যে পরিস্থিতি আসবে দলের প্রয়োজন অনুযায়ী সে যদি তখন পারফরম্যান্সটা করতে পারে আমাদের জন্য সেটাই যথেষ্ট।’
চাপমুক্ত হয়ে খেলতে চান বাংলাদেশ অধিনায়ক। কথায় তা স্পষ্ট। স্পষ্ট আরেকটি জিনিস, এবারের বাংলাদেশ দলকে নিয়ে কারোই তেমন প্রত্যাশা না থাকলেও দলের প্রতি অধিনায়কের ঠিকই ভরসা আছে।