স্পোর্টস ডেস্ক :
সুপার টুয়েলভের প্রথম ম্যাচেই বাজিমাত করেছে টাইগাররা। কষ্টসাধ্য জয়ে নেদারল্যান্ডসকে সাকিব আল হাসানের দল হারিয়েছে ৯ রানে।
জয়ের পর আজ ছুটি কাটাচ্ছে সাকিব আল হাসানের দল। ঘুরে বেড়াচ্ছে নিউজিল্যান্ডের মন চাঙা করা পরিবেশে। ঘোরাঘুরি সেই ছবি ফেসবুকে শেয়ার করেছেন মোসাদ্দেক হোসেন।
মোসাদ্দেক তার ফেসবুক পোস্টে লিখেছেন ‘ডে অফ’।
তবে ডাচদের হারানো গেলেও টাইগারদের সামনের মিশন প্রোটিয়াবধ। সেই লড়াইটা খুব একটা সহজ হবে না। ডিককদের মাঠের খেলা সেই ইঙ্গিতই দিচ্ছে।
সেমির দৌড়ে টিকে থাকতে সামনের ম্যাচে প্রোটিয়াদের জয়টা চাই। বিপরীতে একই ধাপে যাওয়ার পথটা সহজ করতে বাংলাদেশকে পেরোতে হবে প্রোটিয়া বাধা।