টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। বৃষ্টির বাগড়ায় জয়ের খুব কাছাকাছি গিয়েও ফিরতে হয় শূন্য হাতে! আগামীকাল বাংলাদেশের বিপক্ষে খেলা দিয়ে জয়ে ফিরতে চায় তারা৷ সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিপক্ষে নিজেদের শক্তিমত্তা নিয়ে কথা বলেছেন দলের প্রতিনিধি হয়ে আসা পেসার এনগিডি লুঙ্গি।
অস্ট্রেলিয়ার উইকেট সবসময় পেসবান্ধব। হোবার্টে বাংলাদেশও জিতেছে পেসারদের কারিশমায়। লুঙ্গি তাই শুরুতেই বললেন, ‘আমাদের দলে বিশ্বমানের পেসার আছে। উইকেটও আমাদের সাহায্য করবে। আমাদের বোলাররা ভালো কিছু করতে মুখিয়ে আছে। হোবার্টের দুঃখ ভুলে নতুনভাবে শুরু করতে চাই।’
নিজেদের মাটিতে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে পরাজিত হয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেটি মনে করিয়ে দিতেই লুঙ্গি জানালেন, ‘ওটা অতীত। ভিন্ন ফরম্যাট, ভিন্ন সময়। কাল সেটি কোনো প্রভাব ফেলবে না। তাছাড়া এটি বিশ্বকাপ। বাংলাদেশ ভালো খেলেছে। আমরাও প্রস্তুত।’
দক্ষিণ আফ্রিকার সঙ্গে বৃষ্টির একটা পুরোনো যোগসূত্র আছে। বৃষ্টির সম্ভাবনা আছে কালও। সিডনির বাউন্সি পিচে আগুন ঝরাবার আগে তাই চোখ রাঙাছে বৈরিতা৷ লুঙ্গি অবশ্য সেসব নিয়ে ভাবতে নারাজ। বলছেন, ‘আবহাওয়ার ওপর আমাদের হাত নেই। আমরা ম্যাচে ফোকাস দিচ্ছি। যেনো সুযোগ পেলে সবটুকু কাজে লাগাতে পারি