বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

শ্রীরাম আস্থা শান্ত-সৌম্যে

শ্রীরাম আস্থা শান্ত-সৌম্যে

স্পোর্টস ডেস্ক :

ওপেনিং নিয়ে বাংলাদেশের দুঃশ্চিন্তা চিরায়ত। কোনো ফরম্যাটেই নির্দিষ্ট জুটি বহুদিন ধরে খেলাতে পারেনি বাংলাদেশ। টি-টোয়েন্টিতে যে সমস্যা বেশ প্রকট৷ ওপেনারদের ওপর নির্ভর করে অনেক কিছু। সেখানে টাইগাররা মোমেন্টাম এনে দিতে নিদারুণ ব্যর্থ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ খেলে বাংলাদেশ। চার ম্যাচের প্রতিটিতে আলাদা আলাদা ওপেনার খেলিয়ে চেষ্টা করেছে সঠিক কম্বিনেশন খোঁজার। বিশ্বকাপের দুই ম্যাচে সৌম্য-শান্তর ওপেনিং জুটি অপরিবর্তিত থাকলেও পারেনি ম্যাচে প্রভাব বিস্তার করতে।

টি-টোয়েন্টিতে ওপেনারদের ইনিংস লম্বা করতে হয়। অন্ততপক্ষে ভীত গড়ে দিতে হয়। যাতে ভর দিয়ে মিডল অর্ডার, লোয়ার অর্ডার আশানুরূপ রান তুলতে পারে। রান তাড়ার বেলায় থাকতে পারে চাপমুক্ত। বাংলাদেশের ওপেনাররা সেসব বেমালুম ভুলে আছেন।

বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরণ শ্রীরামের তা নিয়ে মাথাব্যথা নেই মোটেই। সৌম্য-শান্তকে নিয়ে তিনি খুশি! শ্রীরামের মতে, ‘ওদেরকে সময় দেওয়া দরকার। ভিন্ন ভিন্ন কন্ডিশনে, ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের মোকাবিলা করে অভ্যস্ত হোক। একে অপরকে বুঝতে শিখুক। খুব যে খারাপ খেলছে ওরা তা-ও না। প্রথম ম্যাচে ৪৭ রানের জুটির পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঝড়ো শুরু। ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।’

শ্রীরাম নতুন করে সেই পুরোনো কথাই বললেন, শিখছে, সময় দিন। সময় দিতে দিতে বেলা ফুরিয়ে যাচ্ছে, সেই হিসাব রাখছে কে!  রাখতে গেলেও প্রশ্ন আসবে অনেক, তাই শেখার বাহানায় এড়িয়ে গেলেন সুকৌশলে! যদি সেসবের কিছুই না হয়, শ্রীরাম যদি সত্যিই সৌম্য-শান্তর মাঝে মুশকিল আসান দেখেন, তাতে লাভটা দলেরই।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech