বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

উদ্বোধনী অনুষ্ঠানের অপেক্ষায় কাতার , শুরু হবে রাত ৮ টায়

উদ্বোধনী অনুষ্ঠানের অপেক্ষায় কাতার , শুরু হবে রাত ৮ টায়

বিনোদন ডেস্ক :

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরেই মাঠে গড়াচ্ছে কাতার বিশ্বকাপের উদ্বোধনী আয়োজন এবং প্রথম ম্যাচ। সেজন্য প্রস্তুত রয়েছে খোর শহরের আল বায়াত স্টেডিয়াম। যেখানে ৬০ হাজার দর্শক একসঙ্গে বসে উপভোগ করবেন উদ্বোধনী সব আয়োজন। আর টেলিভিশন কিংবা ইন্টারনেটের কল্যাণে সেসময়ের সাক্ষী হবেন বিশ্বের অগণিত ফুটবল অনুরাগী।

এতদিনের অপেক্ষা শেষে নতুন আসরকে বরণ করতে মরুর বুকে আজ রাত ৮টায় আয়োজিত হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। ৪৫ মিনিটের অনুষ্ঠান শেষে রাত ১০টায় ২২তম আসরের প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক কাতার।

উদ্বোধনী অনুষ্ঠানে এবারের আসরের থিম সং ‘দ্য ওয়ার্ল্ড ইজ ইওরস টু টেক’ গাইবেন ডমিনিক লিল ববি। গানের সঙ্গে মঞ্চ মাতাবেন মানাল, রেহমার এবং নোরা ফাতেহি। কোরিয়ান ব্যান্ড বিটিএসের সর্বকনিষ্ঠ সদস্য জন জাংকুকের সংগীত পরিবেশনাও থাকবে। তবে, পূর্ব ঘোষণা অনুযায়ী, জনপ্রিয় মুখ শাকিরাসহ নাইজেরিয়ান শিল্পী কিজ ড্যানিয়েল, হিপ-হপ পপ তারকা ডুয়া লিপা থাকছেন না উদ্বোধনী অনুষ্ঠানে।

দেশটির লুসাইলে অবস্থিত ৮০ হাজার ধারণক্ষমতার লুসাইল স্টেডিয়ামটি এবারের আসরের সবচেয়ে বড়। আগামী ১৮ ডিসেম্বর এখানে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। কাতারের পাঁচ শহরের আটটি স্টেডিয়াম জুড়ে চলবে বিশ্বকাপের আয়োজন।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech