বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

‘পেলের জন্য চ্যাম্পিয়ন হতে পারি আমরা’-ব্রাজিল

‘পেলের জন্য চ্যাম্পিয়ন হতে পারি আমরা’-ব্রাজিল

স্পোর্টস ডেস্ক :
কাতার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়েকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে ব্রাজিল। দোহার স্টেডিয়াম ৯৭৪-এ প্রথমার্ধে ৪ গোল করে এগিয়ে যায় ব্রাজিল, পরে দ্বিতীয়ার্ধে একটি গোল অবশ্য শোধ করে এশিয়ান জায়ান্টরা। কিন্তু তাতে বিশেষ কাজ হয়নি। গতকাল দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার পর পেলেকে সেই জয় উৎসর্গ করেন নেইমাররা।

কোলোন ক্যান্সারের সঙ্গে লড়ছেন পেলে। কদিন আগেই লাইফ সাপোর্টে ছিলেন কিংবদন্তি এই ফুটবলার। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। শুধু তা-ই নয় হাসপাতালের বেডে শুয়ে উপভোগ করছেন বিশ্বকাপে ব্রাজিলের খেলা। সুস্থতা কামনায় খেলা শেষে ফুটবলের রাজার নাম ও ছবি সম্বলিত একটি ব্যানার হাতে দাঁড়িয়ে থাকেন সবাই। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গোলের সূচনা করা ভিনিসিয়ুস জুনিয়র মনে করেন পেলের জন্য হলেও এবার বিশ্বকাপ জিততে পারেন তারা।

রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড বলেন, ‘আমি পেলের সঙ্গে আলিঙ্গন করতে চাই, যার কিনা আমাদের থেকে প্রচুর শক্তির প্রয়োজন এবং এই জয় তাকে উৎসর্গ করছি আমরা। সবকিছু ঠিকঠাক থাকলে তিনি এই অবস্থা কাটিয়ে উঠতে পারেন এবং আমরা তার জন্য চ্যাম্পিয়ন হতে পারি।’

ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ জেতা পেলের সম্পর্কে কথা বলতে গিয়ে গলা ধরে আসছিল নেইমারের। দক্ষিণ কোরিয়া ম্যাচে জয়ের নায়ক বলেন, ‘পেলে যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তা নিয়ে কথা বলাটা কঠিন, তবে আমি তাকে শুভকামনা জানাই। আশা করি, যতটা সম্ভব দ্রুত সুস্থ অবস্থায় ফিরবেন তিনি। জয় ও যেই ব্যানার তাকে উৎসর্গ করেছি তাতে অন্তত আরাম পেতে পারেন তিনি।’

গত মঙ্গলবার থেকে ব্রাজিলের আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি পেলে। গতকাল খেলা শুরুর আগে ব্রাজিল দলকে হাসপাতালে থেকে শুভকামনা জানানোর পাশাপাশি অনুপ্রেরণামূলক বার্তা দেন তিনি।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech