বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

পেলের অনুরোধ এখনই যাত্রা না থামিয়ে দলে ফেরার

পেলের অনুরোধ এখনই যাত্রা না থামিয়ে দলে ফেরার

স্পোর্টস ডেস্ক :

গতির খেলা ফুটবল। তবে গতির থেকে ফুটবলে হয়তো আবেগ থাকে বেশি। সে আবেগে আপ্লুত হন কিংবদন্তি থেকে শুরু করে সাধারণ দর্শক-ভক্তরা। এবার কাতার থেকে বিদায় নেওয়া নেইমারের অনিশ্চয়তার কথা শুনে আপ্লুত হয়েছেন কিংবদন্তি পেলে।

গত ৯ ডিসেম্বর কোয়ার্টার ফাইনালের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। এরপরেই নেইমার জাতীয় দলে ফেরা নিয়ে শঙ্কার কথা জানান। সেটা শুনে ব্যথিত হয়েছেন পেলে। অনুরোধ করেছেন এখনই যাত্রা না থামিয়ে দলে ফেরার।

নেইমারের অনিশ্চয়তার কথা শুনে পেলে ইনস্টাগ্রামে বলেছেন, ‘আমি তোমার বেড়ে ওঠা দেখেছি নেইমার। আর তুমি গোল সংখ্যায় আমার সমান হওয়ায় আমি উল্লাস করেছি। তোমাকে অভিনন্দন জানিয়েছি। কিন্তু জাতীয় দলে তোমার অনিশ্চয়তার কথা শুনে চমকে গেছি। ক্রীড়াবিদ হিসাবে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো অনুপ্রাণিত করা। কাজেই তোমার হতাশ হওয়া চলবে না।’

পেলে আরও বলেছেন, ‘আজকের সতীর্থদের, পরবর্তী প্রজন্মকে এবং যাঁরা আমাদের খেলাকে ভালোবাসেন তাঁদের অনুপ্রাণিত করতে হবে। সেজন্য তোমার খেলা চালিয়ে যেতে হবে। যদিও এখন আমাদের আনন্দের দিন নয়। তবুও সেটি আসবে, ধৈর্য রাখো।’

নিজের আর নেইমারের রেকর্ড সম্পর্কে পেলে বলেছেন, ‘আমার রেকর্ডটি প্রায় ৫০ বছর পার হয়ে গেছে। এখন পর্যন্ত কেউ এর কাছাকাছি যেতে পারেনি, কিন্তু তুমি পেরেছ খোকা। তাতে এটাই প্রমাণিত তুমি কতটা বিচক্ষণ এবং যোগ্য। তুমি হেরে যেও না। তোমার প্রতিটি গোলের জন্য আমি বাতাসে হাত-পা ছোড়াছুড়ি করবো। তুমি খেলা চালিয়ে যাও।’

আন্তর্জাতিক ফুটবলে পেলে ৯২ ম্যাচ খেলে করেছিলেন ৭৭ গোল। তবে নেইমারের খেলতে লেগেছে ১২৪ ম্যাচ। অস্ট্রিয়ার বিপক্ষে ১৯৭১ সালে নিজের শেষ গোলটি করেছিলেন পেলে। ৫১ বছর পর ক্রোশিয়ার বিপক্ষে সমান সংখ্যক গোল করে পেলের পাশে নাম লেখালেন নেইমার।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech