স্পোর্টস ডেস্ক :
সেমিফাইনাল পর্বও শেষ। এখন কেবল একটা ম্যাচের অপেক্ষা। সেই ম্যাচেই নির্ধারণ হয়ে যাবে এবারের ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ।
সেই সাথে আরও একটা ফায়সালাও হয়ে যাবে। কার হাতে উঠছে কাতার বিশ্বকাপের সেরা গোলদাতার পুরস্কার।
এ পর্যন্ত দৌড়ে সমানতালে এগিয়ে আছেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে আর আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। ছয় ম্যাচ খেলে দু’জনেরই গোলসংখ্যা ৫।
তবে এমবাপ্পের দুই অ্যাসিস্টের বিপরীতে মেসির অ্যাসিস্ট সংখ্যা ৩। সেই বিচারে এমবাপ্পের চেয়ে মেসি একটু এগিয়েই থাকছেন।
তবে শিরোপা নির্ধারণী ম্যাচে দুই জনের গোল করার সুযোগ থাকছে। ফলে সেখানেই নির্ধারণ হয়ে যাবে এবারের গোল্ডেন বল জয়ীর নাম।
আর্জেন্টিনার হুলিয়ান আলভারেজ এবং ফ্রান্সের অলিভার জিরুও ৪ গোল নিয়ে সেরা গোলদাতা হওয়ার দৌড়ে কাগজে-কলমে টিকে আছেন।