স্পোর্টস ডেস্ক :
চট্টগ্রাম টেস্টে প্রথমে ব্যাট করে ৪০৪ রানের পাহাড় গড়ে ভারত। তারপর ব্যাট করতে নেমে ১৩৩ রানেই ৮ উইকেট খুইয়েছে বাংলাদেশ।
মেহেদী হাসান মিরাজের ব্যাটে প্রতিরোধ বাংলাদেশকে আশা জাগিয়েছিল। কিন্তু তাকে ফিরিয়েই চট্টগ্রামে স্বাগতিকদের গুটিয়ে দিলো ভারত। অক্ষর প্যাটেলের বলে রিশাভ পান্তকে ক্যাচ দেন তিনি। ৮২ বল খেলে ২ চার ও ১ ছয়ে ২৫ রান করেন তিনি, যা বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে তার সঙ্গে অপরাজিত খেলতে নেমে ইবাদত হোসেন ইনিংস সেরা ৪২ রানের জুটি গড়েন। তাকে ফিরিয়ে দিনের প্রথম ও নিজের পঞ্চম উইকেট নেন কুলদীপ যাদব।
বাংলাদেশ ভারতের ৪০৪ রানের জবাবে ১৫০ রানে অলআউট হলেও ফলো অনে যেতে হয়নি। সফরকারী অধিনায়ক লোকেশ রাহুল ২৫৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নেন।
ভারতের পক্ষে সর্বোচ্চ ৫ উইকেট নেন রিস্ট স্পিনার কুলদীপ, ১৬ ওভারে ৬ মেডেনে ৪০ রান দেন তিনি। এছাড়া মোহাম্মদ সিরাজ পান ৩ উইকেট।