ভোলাঃ ভোলা সদর উপজেলা রাজাপুর ইউনিয়নে পাঁচ বসতি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
বৃস্পতিবার গভীর রাতে ইউনিয়নের চর মনসা গ্রামে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবারের ভাষ্য মতে, চর মনসা গ্রামের রশিদ বেপারী বাড়ি, কাঞ্চন হাওলাদার বাড়ি ও সহিদ মাতব্বর বাড়িতে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, কারো বসতি ভিটার সিঁদ কেটে, কারো ঘরের দরজা ভেঙে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটান চোর দল।
ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের দাবি, এতে তাদের প্রায় দুই লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
রাজাপুর ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান খাঁ জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। হাতেনাতে চোর ধরা পড়লে উপযুক্ত বিচার করা হবে।
ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ রতন শীল বলেন, অনুসন্ধান চলছে। সঠিক তদন্তের মাধ্যমে চোর চিহ্নিত হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।