বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

তৃতীয় স্থানের লড়াইয়ে মাঠে নামবে মরক্কো-ক্রোয়েশিয়া

তৃতীয় স্থানের লড়াইয়ে মাঠে নামবে মরক্কো-ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক :

দেখতে দেখতে শেষের পথে কাতার বিশ্বকাপ। মরুর বুকে চোখের জলে বিদায় নিয়েছে ২৮ দল। আজ বিদায় নেবে আরও এক দল। নির্ধারিত হবে বিশ্বকাপ ফুটবলের ২২তম আসরের তৃতীয় স্থান অধিকারী দল।

আজ শনিবার রাত ৯টায় কাতারের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে মরক্কো-ক্রোয়েশিয়া। গত বিশ্বকাপে রানার্সআপ ক্রোয়েশিয়া এবার ফেবারিট ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল। তবে লুকা মদ্রিচের দল হেরে যায় আর্জেন্টিনার বিপক্ষে।

এদিকে আফ্রিকার দেশ হিসেবে ৯২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে মরক্কো। কোয়ার্টার ফাইনালে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকার দেশকে হারিয়ে সেমি খেলেন আশরাফ হাকিমিরা। তবে ফ্রান্সের বিপক্ষে হেরে ফাইনাল স্বপ্ন ভেঙে যায় তাঁদের। সেদিন হারলেও ফুটবল বিশ্বে ভক্তদের মন জয় করে নিয়েছে মরক্কো।

এই বিশ্বকাপে দ্বিতীয়বার ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে মরক্কো। এর আগে গ্রুপ পর্বে দেখা হয়েছে দুদলের। সেখানে গোল শূন্য ড্র হয়েছিল। তবে এবার ক্রোয়েশিয়াকে হারিয়ে তৃতীয় স্থান দখল করতে চায় হাকিমির দল। বেলজিয়াম, স্পেন কিংবা পর্তুগালকে রুখে দেওয়া মরক্কোর শেষ চমক দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

সংবাদ সম্মেলনে মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুই বলেছেন, ‘আমাদের খেলোয়াড় কাতার বিশ্বকাপে অনেক ভালো করেছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা ফ্রান্সের বিপক্ষে হেরে গেছি। এখন তৃতীয় হওয়ার লড়াইয়ে মরিয়া হয়ে চেষ্টা করব। আশা করছি ভালো কিছু হবে।’

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech