বিশ্বকাপের ফাইনাল মাঠে গড়ানোর আগে লিওনেল মেসির চোটের খবর রটেছে বিভিন্ন মাধ্যমে। এসব খবর উড়িয়ে মেসি জানান দিলেন, ফাইনালের জন্য প্রস্তুত আছেন আর্জেন্টাইন তারকা।
আগামীকাল রোববার কাতারের আইকনিক লুসাইল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা-ফ্রান্স। তবে তার আগে দলের অনুশীলনে মেসিকে না দেখে অনেকেই ধারণা করেছিলেন মেসি হয়তো চোটে পড়েছেন। খবর রটেছে মেসি ম্যাচের জন্য ফিট নন। বিষয়টি নিয়ে কথা বলেছেন দলটির গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তিনি মেসির চোটের খবর শুনে অবাক হয়ে সেটি উড়িয়ে দিয়েছেন। জানিয়েছেন, মেসি সুস্থ।
এবার সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিও জানিয়েছেন তিনি ফাইনালের জন্য প্রস্তুত। নিজের একটি ছবি পোস্ট করে ছোট্ট এক বার্তায় আর্জেন্টাইন অধিনায়ক লিখেছেন, ‘আমি প্রস্তুত আছি। চলো যাই আর্জেন্টিনা।’
এর আগে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিরর আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের বরাত দিয়ে জানিয়েছে, ‘মেসি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তিনি প্রতিটি ম্যাচেই দুর্দান্ত খেলছেন। ফাইনালেও ধারাবাহিকতা রেখে ম্যান অব দ্য টুর্নামেন্ট হবেন। আর প্রতি ম্যাচেই তো মেসি সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার পাচ্ছেন। তিনি হল্যান্ডের বিপক্ষে টানা ১২০ মিনিট খেলেছেন। তাঁর চোট নিয়ে কোনো সমস্যা নেই।’
মার্টিনেজ আরও বলেছেন, ‘কোয়ার্টার ফাইনালে দীর্ঘসময় খেলাটা তাঁর জন্য একটু কঠিন ছিল। তবে শেষ পর্যন্ত আমরা ম্যাচ বের করতে পেরেছি এবং মেসি সেরা খেলোয়াড়ও হয়েছে। যদিও প্রতিটি খেলায় মেসি সেরা। আর সে ফাইনাল খেলাতেও সেরা হবে। ম্যাচ বের করে আনবে। এটা আপনারা সেদিনই দেখতে পাবেন।’