বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বড়দিনে হাসপাতালে বিছানায় কিংবদন্তি পেলের কোলে শুয়ে আছেন কন্যা কেলি নাসিমেন্টো।

বড়দিনে হাসপাতালে বিছানায় কিংবদন্তি পেলের কোলে শুয়ে আছেন কন্যা কেলি নাসিমেন্টো।

স্পোর্টস ডেস্ক :

কিংবদন্তি পেলের শারীরিক অবস্থা অবনতির দিকে। এক বছরের বেশি সময় ধরে ৮২ বছর বয়সী পেলে কোলন ক্যানসারের বিরুদ্ধে লড়ে যাচ্ছেন। অসুস্থতার কারণে কাতার বিশ্বকাপে উপস্থিতও হতে পারেননি। আর বড়দিনে বাবার কোলে শুয়ে কেলি নাসিমেন্টো আপ্লুত হয়েছেন। এমনই এক ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

গত ২৩ ডিসেম্বর ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে পেলের কন্যা নাসিমেন্টো লিখেছেন, ‘আমরা এখনও সংগ্রাম এবং বিশ্বাস নিয়ে সময় পার করছি। বাবার সঙ্গে আরও একটি রাত কাটছে।’

এর আগে গত ২৯ নভেম্বর ক্যানসার আক্রান্ত পেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পেলেকে ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়। এখন পর্যন্ত সেখানেই চিকিৎসা চলছে তাঁর। পরিবারের সদস্যদের নিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে বড়দিন কেটেছে তিনবার বিশ্বকাপজয়ী পেলের। সে সময়কার আবেগঘন এক ছবি পোস্ট করেছেন নাসিমেন্টো।

কাতারে যেতে না পেরে হাসপাতালে শুয়েই পেলেকে ফুটবল বিশ্বকাপের ২২তম আসর দেখতে হয়েছে। নিজ দেশ ব্রাজিলকে সর্বদা চাঙ্গা রাখতে চেষ্টা করেছেন। আর হারের পরে সান্ত্বনাতেও কমতি রাখেননি। ভেঙে পড়া নেইমারকে অনুপ্রেরণামূলক কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন পেলে। ভক্তদের নিজের অসুস্থতার দুর্বলতা বুঝতে দেননি তিনি। তবে, যতই সময় যাচ্ছে ব্রাজিলের এই তারকার অবস্থা অবনতি হচ্ছে।

গত ২৩ ডিসেম্বর রাতে পেলের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এরপরেই কন্যা নাসিমেন্টো বাবার কোলে শুয়ে থাকা ছবি পোস্ট করেন। হাসপাতাল থেকে সর্বশেষ জানানো হয়েছে, পেলের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। এখন তাঁর নিবিড় পরিচর্যা দরকার।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech