বিপিএল শুরুর দুদিন আগে রীতিমতো বোমা ফাটান সাকিব আল হাসান৷ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির অব্যবস্থাপনার সমালোচনা করেন প্রবলভাবে। শুধু সমালোচনাতে থামেননি, জানিয়েছেন তিনি যদি সিইওর দায়িত্ব পান তাহলে দুই মাসের মধ্যে সব ঠিক করে দেবেন। এমন কথায় কর্তৃপক্ষের আঁতে যে ঘাঁ লেগেছে তা স্পষ্ট।
সাকিবের কথার পরদিন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সাকিবকে নিয়ে কথা বললেও বিপিএলের গভর্নিং বডির চেয়ারম্যান শেখ সোহেল কয়েক কাঠি সরেস। তিনি সিইওর চেয়ারে সাকিবকে স্বাগত জানান। তিনি বলেন, ‘প্রথমে তাকে ধন্যবাদ ও স্বাগত জানাই। সাকিব যদি বিপিএলের সিইও হতে চায়, গভর্নিং বডি তাকে স্বাগত জানাবে। সে চাইলে আগামী বছর থেকেই দায়িত্ব পালন করতে পারবে।’
মাঠের বাইরের আগ্রাসী সাকিব বিপিএলের প্রথম ম্যাচে মাঠের খেলায়ও ছিলেন আগ্রাসী। সমালোচকরা হয়তো তর্কে-তর্কে ছিল, সাকিব একটু খারাপ খেললেই ধুয়ে দেবে, কিন্তু তা হয়নি। এতেই যেন মাঠের বাইরে সাকিব আরেকটু তাঁতিয়ে দিলেন ক্রিকেট বোর্ডকে।
সাকিবকে সিইও হওয়ার অফার দিয়েছেন শেখ সোহেল। এই প্রস্তাব নাকচ করে দিয়েছেন ফরচুন বরিশালের এই তারকা। প্রথমে সিইও-ই হতে চাইলেও এখন তিনি চান বোর্ড সভাপতি। এক অনুষ্ঠানে গিয়ে মজার ছলেই বললেন, ‘হলে বোর্ড সভাপতি হব, সিইও না।’