বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বিপিএলে মুশফিকের অন্যরকম ‘সেঞ্চুরি’

বিপিএলে মুশফিকের অন্যরকম ‘সেঞ্চুরি’

স্পোর্টস ডেস্ক :
প্রথম ক্রিকেটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে শততম ম্যাচ খেলার রেকর্ড গড়লেন উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম।

মঙ্গলবার ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে সিলেট স্ট্রাইকার্সের হয়ে মাঠে নেমে বিপিএল ইতিহাসে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন মুশফিক।

২০১২ সালে শুরু হওয়া বিপিএলের প্রথম আসর থেকেই খেলছেন মুশফিক। আজকের আগে বিপিএলের ৯৯ ম্যাচে অংশ নিয়ে টুর্নামেন্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ২৫৮২ রান করেছেন মুশফিক। ৮১ ম্যাচে ২৬৭৬ রান নিয়ে সবার উপরে তামিম ইকবাল।

বিপিএলে মুশফিকের ব্যাটিং গড় ৩৭ দশমিক ৯৭। বিপিএলে কোন সেঞ্চুরি করতে না পারলেও ১৬টি হাফ-সেঞ্চুরি আছে তার। তার সর্বোচ্চ রান ৯৮। উইকেটের পেছনে ৫৭টি ক্যাচ ও ১০টি স্টাম্প আছে মুশফিকের। খেলোয়াড় হিসেবে বিপিএলের শিরোপার স্বাদ পাননি মুশফিক। একবার ফাইনাল খেললেও রানার্স-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় তাকে।

মুশফিকের পর বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ ৯৬ ম্যাচ খেলেছেন ওপেনার এনামুল হক বিজয়। তৃতীয় সর্বোচ্চ ৯৫ ম্যাচ খেলেছেন এবারের আসরে সিলেটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech